• বরিশাল বিভাগ

    বরিশালে মহিলা ছিনতাইকারী আটক

      প্রতিনিধি ৬ মার্চ ২০২২ , ১০:৪৬:০৮ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধিঃ

    বরিশালে শত শত বছরের পুরানো মন্দিরে বাৎসরিক কালীপুজা পালন করার সময় এক মহিলা ছিনতাইকারীকে পাকড়াও করেছে বলে জানা গিয়েছে।এর আগেও বিভিন্ন সময় শহরের বিভিন্ন স্থানে তিনি ছিনতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তিনি নয় তার সাথে আরো অনেক মহিলা ছিনতাইকারী আছে বলে জানান একটি মহল।পরে উক্ত ছিনতাইকারীকে থানা পুলিশের হাতে হস্তান্তর করেন।

    ছিনতাইকারী মহিলা হলেন, ভূরঘাটা এলাকার স্থানীয় বাসিন্দা।
    ছিনতাইকারী এক পর্যায়ে বলেন তিনি একা এই কাজ করেননা,তার সাথে আরো চার জন ছিনতাইকারী সদস্য রয়েছে, তারাও শহরের নানা প্রান্তে এ কাজ করে বেড়ায়।
    টরকী বাজারের ব্যবসায়ী পংকজ কুন্ডু বলেন
    এই ছিনতাইকারীরা আমার মায়ের স্বর্নের চেইন কৌশলে ছিনতাই করে নিয়েছে যা এখনও পাইনি।

    মহিলা ছিনতাইকারীদে সমস্ত সদস্যদের ধরে আইনের আওতায় আনা এবং তার মায়ের চেইন কে উদ্ধার করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসাইন বলেন, গ্রেফতারকৃত মহিলা ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে, এবং তার সহকারী সদস্যদের গ্রেফতার করা এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধার করার ও প্রস্তুতি চলছে, আশা করি অতি দ্রুত আমরা সফল হবো ইনশাআল্লাহ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ