• আইন ও আদালত

    চোরাই পথে মালয়েশিয়া যাত্রার প্রস্তুতিকালে রোহিঙ্গা সহ ২২ জন আটক

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ৪:৩৪:১৯ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম:

    টেকনাফ দিয়ে চোরাই পথে মালয়েশিয়া যাত্রার প্রস্তুতিকালে রোহিঙ্গা সহ ২২ জন আটক। কক্সবাজার, ২০ সেপ্টেম্বর।। কক্সবাজারের টেকনাফের চোরাই পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে রোহিঙ্গাসহ ২২ জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি। মঙ্গলবার ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাস টার্মিনাল এলাকার পুর্ব পাশে জামাল উদ্দিনের বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

    আটককৃতদের মধ্যে ১৫ জন বাংলাদেশি এবং ৭ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও বিজিবি । এরা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য সেখানে জড়ো হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ কর্মকর্তারা জানান, আটককৃতদের বিষয়ে পরবর্তীতে প্রেস ব্রিফিং এর মাধ‍্যমে বিস্তারিত জানানো হবে।

    টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাফিজুর রহমান জানান, সন্ধ্যায় মালয়েশিয়াগামী রোহিঙ্গা সহ ২২ জন আটকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ