• চট্টগ্রাম বিভাগ

    দেবীদ্বারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১ মে ২০২৩ , ১১:৪৮:৪৮ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি:

    আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।

    দেবীদ্বার নিউ মার্কেট চত্বরে মোহাম্মদ নাঈম মুন্সির সভাপতিত্বে কাউসার হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বারের মাটি ও মানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বারের আপামর জনতা প্রিয় মানুষ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আবুল কালাম আজাদ,দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একে এম সফিউদ্দিন,দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান বাবুল,

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ