• আবহাওয়া

    রাজশাহীর গত বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৪২.৬ ডিগ্রী

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ৯:৪৪:৩১ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বিকাল ৪টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস যা অতি তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। গত বছর ১৭ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস। এ তাপমাত্রা এখন পর্যন্ত এ মৌসুসের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৫ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল বিকাল ৪টায় ১২ শতাংশ। আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে। গতকাল (রোববার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.০ ডিগ্রী সেলসিয়াস যা অতি তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.০ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু (শনিবার) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

    ৪১.৫ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.৬ ডিগ্রী সেলসিয়াস। এদিকে, অতি তীব্র তাপমাত্রায় রাস্তা, ঘাট তেঁতে উঠেছে, বিদ্যুৎ খুটিতে ঘটছে সট সার্কিট। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে খেটে হাওয়া ও দিন মজুর শ্রেনীর মানুষেরা পড়েছেন চরম বিপাকে। তাদের প্রতিদিনের উপার্জন তুলাও কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এছাড়াও গরমের কারনে হাসপাতালে অন্যান্য সময়ের চেয়ে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে গরমের কারনে এক সপ্তাহ থেকে ডায়ারিয়া, নিমোনিয়া, হাঁপানি, হিট স্টোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ