• সারাদেশ

    হিজলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃনমুল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫১:০৭ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধিনে সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন, অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল,
    সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, ও বিদ্যুৎ গ্যাসসহ নিত্যপ্রজনীয় দ্রব্যমুল্য কমানোর দাবিতে আজ ১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টার সময় শ্রীপুর রাড়ী বাড়ি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার আয়োজনে তৃনমুল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    এতে হিজলা উপজেলা শাখার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন,ইসলামী শ্রমিক আন্দোলন,বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ সকল সহযোগী সংগঠনের ছয়টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের সকল দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বিকাল ৩ টার সময় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

    প্রথমে ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ উদ্ভদনী বক্তব্য রাখলে ধারাবাহিক ভাবে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিরা বক্তব্য রাখেন, চলমান রাজনৈতিক সংকট এবং ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগ সহ সরকারের নানান অনিয়ম নিয়ে বক্তব্য রাখেন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতারা।

    সর্বশেষ প্রধান অতিথির বক্তব্য রাখেন।ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এসহাক মোঃ আবুল খায়ের। তিনি তার বক্তব্যে বলেন, জনগন আর তামাশার নির্বাচন চায়না,সকলের দাবি একটাই নির্দলীয় নিরপেক্ষ জাতীয় সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচন। জনগন ভোটের অধিকার চায়,তাই ১৪ /১৮ মত পাতানো নির্বাচন জনগণ মেনে নিবেনা।তিনি আরও বলেন,দ্রব্য মুল্যের উর্ধগতি যা জনগণের নাগালের বাইরে,মানুষ তাদের চাহিদা অনুযায়ী বাজার করতে পারেনা।অনতিবিলম্বে বাজার কে নিয়ন্ত্রণ করতে হবে।

    উক্ত সম্মেলনে আরও বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উপদেষ্টা, কাজী মাওলানা মামুনুর রশীদ খান ইউসুফী,বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান,হিজলা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি, মাওলানা মাইনুদ্দীন সাহেব,সাংগঠনিক সম্পাদক মাওঃ ওমর ফারুক হাতেমী, ইসলামী যুব আন্দোলন হিজলা উপজেলার সভাপতি মাওঃ আব্দুল হক বিন আমিন,সাধারণ সম্পাদক কে এম মাহফুজ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলার সভাপতি মোঃ মোস্তফা কামাল, সাংবাদিক আঃ আলিম,

    মোঃ মিজানুর রহমান, মাওঃমাসুদুর রহমান, মোঃ আব্বাস সিকদার, মুফতী আব্দুর রসিদ নোমানী,মৌলভী নুর মোহাম্মদ, সহ আরও অনেক নেতৃবৃন্দ, উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ বিন কালাম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ