• ধর্ম

    বৃষ্টি প্রার্থনায় রাজশাহীতে মুসল্লিদের ইসতিসকার নামাজ আদায়

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৪ , ১০:১৭:১৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    আজ শনিবার বেলা ১১টায় মহানগরীর শাহ-মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজ আদায় করেন মুসল্লিরা। এতে বিভিন্ন এলাকার শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং বৃষ্টির জন্য দোয়া করেন। এতে নামাজ পড়ান রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মোহাম্মদ আব্দুল গনি। পরে তিনি আরবিতে খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।

    নামাজ আদায় শেষে ইমাম মোহাম্মদ আব্দুল গনি বলেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.) বৃষ্টিপাত না হলে সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
    এদিকে ১৭ এপ্রিল থেকে রাজশাহীর ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। গতকাল এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪২.৪ ডিগ্রী সেলসিয়াস যা অতি তীব্র তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। এখন তীব্র তাপদাহে ফসলের খেত, আমসহ বিভিন্ন ফলমূলের ক্ষতি হচ্ছে। হাঁসফাঁস করছে জনজীবন।#

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ