• Uncategorized

    দুর্নীতি ছাড়া মিলছে না পল্লী বিদ্যুৎ

      প্রতিনিধি ২৬ মে ২০২১ , ৪:৫১:৫৭ প্রিন্ট সংস্করণ

    প্রশ্ন হচ্ছে ডিমান্ড চার্জ টা কি? কেন ডিমান্ড চার্জের নামে এই ৫০ টাকা নেওয়া হচ্ছে?
    ভুক্তভোগী নিরীহ জনসাধারণের জানেনা
    মিটার তো গ্রাহকের টাকায় কেনা। নিজের টাকায় মিটার কিনে দশ টাকা করে ভাড়া দিতে হবে কেন?
    এ ভাবে কত দিন মিটার ভাড়া দিতে হবে? দু’এক মাস নাকি প্রতি মাসেই ?
    নাকি সারা জীবন?
    সরকার নিচ্ছে ভ্যাট!
    আর পল্লীবিদ্যুত নিচ্ছে ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, সার্ভিস চার্জ, বিলম্ব মাশুল ইত্যাদি।
    পল্লীবিদ্যুত এভাবে আর কতদিন
    মানুষকে শোষন করবে?
    এই শোষন থেকে কবে মুক্তি পাবে দেশের মানুষ?!!পল্লী বিদ্যুৎ প্রশাসনের কাছে আকুল আবেদন এ বিষয়ে তদারকি করা হোক

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ