• সারাদেশ

    নোয়াখালীতে অনুষ্ঠিত হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৩ , ৯:২৪:৩০ প্রিন্ট সংস্করণ

    জুনায়েদ কামাল-নোয়াখালী জেলা প্রতিনিধি:

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব শান্তি পদক জুলিওকুরি প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে “সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার আয়োজনে” আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (৩০ আগস্ট) নোয়াখালী পৌরসভা বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক এডভোকেট দেলোয়ার হোসেন মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ. এইচ. এম খাইরুল আনম চৌধুরী সেলিম

    বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ খান সোহেল। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসুফ। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম দুলাল। সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন মিলন। বাংলাদেশ সমাচার পত্রিকার নোয়াখালী প্রতিনিধি রোমানা ইসলাম। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পী শাহনাজ হাশেম কাজল। সাংস্কৃতিক জোটের চারুকলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার। সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার সহকারী প্রচার সম্পাদক কামরুন নাহার সাথী। সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার সম্মানিত সদস্য আরমান আক্তার মুনা । সাংস্কৃতিক জোটের সদস্য নাসরিন আক্তার। আরো উপস্থিত ছিলেন তপন বিকাশ মজুমদার, ম. পানা উল্লাহ প্রমুখঃ

    এ সময় সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব মোঃ মিজানুর রহমান বঙ্গ বিপ্লব বলেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট স্মরণ করে ‘বঙ্গবন্ধু হত্যাকান্ডের পেছনে স্বাধীনতাবিরোধী শক্তি, বিদেশী ষড়যন্ত্র ও বঙ্গবন্ধুর রাজনৈতিক বিরোধীপক্ষও জড়িত ছিল এবং খুনীরা বলেছিল, তিনি এত জনপ্রিয় মানুষ ছিলেন, মানুষকে এত উজ্জীবিত করতে পারতেন, তাকে হত্যা করা ছাড়া উপায় ছিল না। খুনীদের বিচার হয়েছে, হত্যাকান্ডের কুশীলব কারা ছিল, ইতিহাসের স্বার্থে সেটিও উন্মোচিত হওয়া প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক এডভোকেট দেলোয়ার হোসেন মিন্টু ১৫ ই আগস্ট এর সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ