• সারাদেশ

    দেবীদ্বার পৌরসভা নির্বাচনে ১৩ মেয়র প্রার্থীসহ ১০৭ জনের মনোনয়নপত্র জমা

      প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ৭:১৫:১৮ প্রিন্ট সংস্করণ

    শাহ সাহিদ উদ্দিন-কুমিল্লা জেলা প্রতিনিধি:

    কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন রোববার (১৮ জুন) মেয়র পদে ১৩টি, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮টি এবং সাধারন কাউন্সিলর পদে ৭৬ টিসহ ১০৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
    মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের সাবেক ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলাম, স্বতন্ত্রপদে দৈনিক কালের কন্ঠ দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান (বাশার) (সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা (সিপিবি) জেলা কমিটি), মো. শাহজাহান মোল্লা (বিএনপি কুমিল্লা (উঃ) জেলার সাবেক সহ-সভাপতি),

    মো. শরিফুল ইসলাম সুমন, মো. মোসলেহ উদ্দিন ভূইয়া (আওয়ামীলীগ উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক), সাংবাদিক আবুল খায়ের (দৈনিক যুগান্তর কুমিল্লা ব্যুরো প্রধান), মো. ছায়েদুর রহমান (সবুর), এম,এ কাইয়ুম ভূইয়া (আওয়ামীলীগ ২নং পৌর ওয়ার্ড কমিটির সভাপতি), মো. সাইফুল ইসলাম সরকার, মো. আবুল কাশেম (আওয়ামীলীগ পৌর কমিটির সভাপতি ও কুমিল্লা (উঃ) জেলা কমিটির উপদেষ্টা), এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা (আওয়ামীলীগ উপজেলা কমিটির সদস্য), মো. কাউছার হায়দার (শ্রমিক লীগ উপজেলা সাবেক সাধারন সম্পাদক), মো. ছিদ্দিকুর রহমান সরকার।

    উল্লেখ্য দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠার ২১ বছর পর স্থানীয় সরকার মন্ত্রনালয় গত ৩১ মে নির্বাচন তফসিল ঘোষণা করেন। ওই তফসিল অনুযায়ী আজ ছিল মনোনয়ণপত্র জমাদানের শেষ তারিখ, ১৯ জুন (সোমবার) বাছাই, ২৫ জুন প্রত্যাহার, ২৬ জুন প্রতীক বরাদ্ধ এবং ১৭ জুলাই ভোট গ্রহন। এর আগে মেয়র পদে ১৫টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে- ১৯টি এবং সাধারন -কাউন্সিলর পদে- ৮৪টিসহ ১১৮টি ফরম বিতরণ করা হলেও মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ২টি সংরক্ষিত কাউন্সিলর পদে ১টি ও সাধারন কাউন্সিলর পদে ৮টিসহ মোট ১১ পদে মনোনয়নপত্র জমা দেননি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ