• সাহিত্যে

    ‘এক বৈশাখ’ কলমে-টুম্পা খাঁন

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২২ , ৩:৪৭:৩১ প্রিন্ট সংস্করণ

    এক বৈশাখ
    কলমে-টুম্পা খাঁন

    তোর মনে আছে?
    আমাদের প্রথম বৈশাখ!
    আমি একটা লাল পেড়ে সবুজ শাড়ী পড়েছিলাম
    তুই সাদা পাঞ্জাবি।
    আমার জন্য রজনীগন্ধার মালা গোলাপ কুঁড়ি এনেছিলি।
    খোঁপায় গুঁজে দেবার ইচ্ছে থাকলেও চোখে ভীষণ লাজ!
    চোখাচোখি হতেই হাতে তুলে দিয়ে
    মিষ্টি হেসে লাজুক দৃষ্টি নামিয়ে বলেছিলি, “তোর জন্য….. ”
    জীবনের শ্রেষ্ঠ উপহার বুঝি সেটাই!
    আজ এতবছরে পরে বহু প্রাপ্তির ভিড়ে তোর থেকে সেই ছোট্ট পাওয়া টুকুই বারবার পেতে চাই।
    মনে পড়ে?
    প্রথম দেখা!
    সেদিন কিন্তু দৃষ্টিটা আমিই নামিয়ে নিয়েছিলাম
    লুকিয়ে আড়চোখে দেখছিলাম বলে……।
    আর প্রথম হাতে হাত রাখা!
    নাহ! শিহরিত হইনি….
    ভয়ে, সংকোচে কাঁপছিলাম!
    আজো তোর বুকে মুখ গুঁজে প্রথম দেখা সেই তোকেই খুঁজি…

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ