• সাহিত্যে

    ‘ঝরা ফুল’ কলমে-ড. মির্জা গোলাম

      প্রতিনিধি ২৬ মে ২০২২ , ১০:০৫:১১ প্রিন্ট সংস্করণ

    ঝরা ফুল

    ড. মির্জা গোলাম
    সারোয়ার পিপিএম

    আঁধার এলে সুখগুলো শুধু সরে যায়
    চির অচেনা হয়ে থাকে দূর নীলিমায়,
    হৃদয়ের মাঝে কেন যে আসেনা ফিরে
    জীবনের ব্যথাগুলো অবিরাম সরিয়ে।

    মেঘের পালকিতে সুখগুলো চলে যায়
    আবেগি মনের আঙিনায় জমে বেদনা,
    হতাশাগুলো অবিরাম আলপনা এঁকে
    বলাকার মত ওড়ে চলে নীল আকাশে।

    মনের আকাশ বিরহের বেদনায় কেঁদে
    বাদল দিনে একলা থাকে বাসনা নিয়ে,
    মনের ইচ্ছেগুলো অজানা দিগন্ত ছুঁয়ে
    অনেক সোনালি সুখ হয়ে আসে ফিরে।

    নিঝুম রাতে আকাশের নিভু বাঁকা চাঁদ
    উতলা হৃদয়ে বয়ে আনে বেদনার ছায়া,
    বেদনার নীরব গানগুলো হয় অভিমানি
    ঝরা ফুলের মত ক্লান্ত হয়ে পড়ে থাকে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ