• সাহিত্যে

    ‘মনষ্য স্বভাব’ কলমে-সাউদিয়া জাহান সুমাইয়া

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২২ , ৪:১০:০৬ প্রিন্ট সংস্করণ

    কবিতার-মনষ্য স্বভাব
    লিখেছেনঃ সাউদিয়া জাহান সুমাইয়া

    মনষ্য স্বভাব
    সাউদিয়া জাহান সুমাইয়া
    সুখের দিনে হাত বাড়ালেই
    অনেক বন্ধু পাই,

    দুঃখের দিনে আমার পাশে
    এখন কেউ নাই।
    সুখের দিনে দেখলে বলে
    কেমন আছো ভাই?
    দুঃখের দিনে দেখলে বলে

    আমার সময় নাই।
    বসে বসে আমি ভাবি
    তাদেরই কথা
    তারা কি বুঝবে আমার?

    মনেরই ব্যথা।
    হারিয়ে যাব যেদিন আমি
    পড়বে আমায় মনে,
    এক ফোটা জল আসতে দিও

    তোমাদের চোখের কোনে
    সেদিন যতই ডাকবে আমায়
    দিবনা আমি সারা।
    হয়ে যাবো সেদিন আমি
    নীল আকাশের তারা।

    সাউদিয়া জাহান সুমাইয়া
    প্রাণিবিদ্যা বিভাগ সেশনঃ ২০২০-২১
    সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ,ঢাকা

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ