• সাহিত্যে

    ‘তোমাকে দেখার পরে’ কলমে-লিংকন

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ৬:১৩:১৩ প্রিন্ট সংস্করণ

    তোমাকে দেখার পরে
    কলমে-সাউদার রতিব (লিংকন)

    তোমাকে দেখার পরে,
    থমকে গিয়েছিলাম আমি।
    তোমাকে দেখার পরে,
    থমকে গিয়েছিলো আমার শহর টা।

    তোমাকে দেখার পড়ে।
    ঘড়ির কাটা টি যেন চলছিল না?
    থমকে গিয়েছিল সময়টা।
    ঘড়ি কে প্রশ্ন?
    করেছিলাম তুমি কেন থমকে গেলে?
    ঘড়ি তখন বলে উঠল,

    তোমাকে দেখার পরে।
    সেদিন ছিল কোলাহল,
    কোলাহল যেন বন্ধ হয়ে গেল।
    নিস্তব্ধ হয়ে গেল চারিপাশে,

    প্রশ্ন করে ছিলাম?
    এখন কেনো নিস্তব্ধ কোলাহল।
    অচিরে ভেসে আসলো একটি শব্দ,
    তোমাকে দেখার পরে।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ