• Uncategorized

    পাঠকবাড়ি বুকশপে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৭ মার্চ ২০২২ , ৩:৩১:৩৭ প্রিন্ট সংস্করণ

    ঢাকায় মিরপুর ১ নাম্বারে চিড়িয়াখানা রোডে অবস্থিত পাঠকবাড়ি বুকশপে একটি সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
    এই আড্ডায় অনেক বইপ্রেমী ও সাহিত্যানুরাগীদের আগমন ঘটে। ছোটো বড় সকল বয়সী পাঠকদের সমাগমে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
    শুধু সাহিত্য আড্ডায় সীমাবদ্ধ না থেকে আগতরা গানের আসরও বসান।দলবদ্ধ হয়ে সমস্বরে গাওয়া হয় একের পর এক গান।

    এই অনুষ্ঠান সম্পর্কে পাঠকবাড়ির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রাব্বানী রাফতি বলেন, পাঠকবাড়ি শুধু একটি প্রকাশনী কিংবা বুকশপ নয়।এটা একটা পরিবার।এখানে আগত প্রত্যেক লেখক-পাঠক আমাদের পরিবারের অংশ”

    পাঠকবাড়ির প্রতিষ্ঠাতা বিখ্যাত লেখক,উপন্যাসিক
    হাসানুর রশীদ স্যার।তিনি লেখক পাঠকদের সম্পর্কের উন্নতির জন্য এই প্লাটফর্ম বানাতে চেয়েছেন।পাঠকবাড়ি চমৎকার একটি সুযোগ অবসর সময় পার করার।বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল সরঞ্জামাদিও রয়েছে এখানে।গত সন্ধ্যায় আগত অতিথিরা জানান তারা এরকম একটি পরিবেশে সময় কাটাতে পেরে ভীষণ আনন্দিত। তারা মনে করেন প্রত্যেক বইপ্রেমীর একবার হলেও পাঠকবাড়ি বুকশপে আসা উচিৎ।
    পাঠকবাড়ির জন্য আলোকিত একাত্তর সংবাদের পক্ষ থেকে অনেক শুভ কামনা রইলো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ