• সাহিত্যে

    ‘ছদ্মবেশি শত্রু’ লেখক-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ১৩ জুন ২০২২ , ৮:৪১:১১ প্রিন্ট সংস্করণ

    ছদ্মবেশি শত্রু
    লেখক-শিহাব আহম্মেদ

    দানবদের দেশে ভালোবাসা মূল্যহীন
    হৃদয়হীন স্বার্থপরদের কাছে বৃথা আকুতি,
    বিলাপের আর্তচিৎকারে চারদিক নিস্তব্দ
    এখন কারো জন্য কারো মায়া মমতা নেই।

    ফেইসবুকে বেশিরভাগ ছদ্মবেশী শত্রুরা
    পিছনে গোয়েন্দাগিরি উদ্দেশ্য দোষ খোঁজা,
    আপনার ভেতরের হাহাকার কেউ শুনবেনা
    বন্ধুরুপী দানবরাই কইলজা চিড়তে প্রস্তুত।

    আপনার কষ্টের অনুভূতি নিয়ে ছেলেখেলা
    কারো কারো কাছে যেনো গীবতের খোড়াক,
    কীযে মজা পায় আপনারে লয়ে রংতামাশা
    ফেইসবুক জুড়ে আছে বন্ধুরুপী সব শত্রুরা।

    এতো লেখালেখি এতো কবিতা কার জন্য
    এখন আর কেউ কবিতা গল্প উপন্যাস পড়ে?
    মানুষ হওয়ার জন্য ত্যাগ সাধনা আছে কী,
    ফেইসবুকের আয়নার নিজেকে বড়ো দেখি।

    আহারে দুর্ভাগা জাতি ভবিষ্যৎ অন্ধকারে
    ফেইসবুকের পেট থেকে কুলাঙ্গারের জন্ম,
    অলস নির্বোধরা সমাজে মূর্খ চাষ করবে
    জ্ঞান পাপীরা ভয়ে চাটুকার তোষামুদে রবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ