• বরিশাল বিভাগ

    সাংবাদিক ইজাজ ইসলামের উপর হামলার ঘটনা ২২তম দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামী

      প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ১১:৪৭:৩৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ মহসিন মীর-বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালীর বাউফলে সাংবাদিক ইজাজ ইসলামকে (৪২) কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামী আজিজ এখনও গ্রেপ্তার হয়নি। যদিও পুলিশ বলছে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এতে হতাশা জানিয়েছেন আহতের পরিবার। উল্লেখ্য, গত ১৫মে মঙ্গলবার দুপুর ২টার দিকে একই বাড়ির আবদুল আজিজ নামের(৪০) এক ব্যাক্তি ইজাজের ঘাড়ের পেছন দিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এঘটনায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেলল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি দেখে একই দিন বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই ঘটনায় একই দিন আহত ইজাজের বাবা বাদি হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।

    এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে ৩নং আসামী মো. টিপু ব্যাপারীকে গ্রেপ্তার করলেও ইতিমধ্যে টিপু জামিনে বেড়িয়ে আসেন। এর পর ২২দিন পেড়িয়ে গেলেও প্রধান আসামী আজিজকে রয়েছেন ধরা-ছোয়ার বাইরে। আহত পরিবারের অভিযোগ বিপুল আর্থের লেন-দেনের কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করছেন না। ইজাজের স্ত্রী মোসা. রীনা বেগম বলেন, ‘পুলিশ নানা অযুহাত দেখিয়ে আসামী গ্রেপ্তারে কাল ক্ষেপণ করছেন। গত প্রায় একমাস পর্যন্ত প্রতিদিনই বলছেন চেষ্টা চলছে। কি চেষ্টা করছেন সেটা আমাদের বোধগম্য নয়।’ এব্যপারে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘আসামী ধরতে আমাদের কোন অলসতা নেই। আমরা চেষ্টা করতেছি। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ