• রাজশাহী বিভাগ

    তানোরে সরকারি বিদ্যালয়ে লাইব্রেরি উদ্বোধন

      প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২২ , ৮:৪৬:৪১ প্রিন্ট সংস্করণ

    সৈয়দ মাহামুদ শাওন-নিজস্ব প্রতিবেদক:

    রাজশাহীর তানোর উপজেলার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বিদ্যালয় লাইব্রেরির শুভ উদ্বোধন করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না । আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে ৩ নং পাঁচন্দর ইউনিয়ন এর ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ লাইব্রেরি শুভ উদ্বোধন করা হয় । এসময় উপজেলা চেয়ারম্যান ময়না বলেন, জ্ঞান-বিজ্ঞান চর্চায় মানুষকে ধর্মভীরু এবং মহৎপ্রাণ করে তোলে, চিত্তকে মুক্তিদেয় এবং মানবাত্মাকে জীবনবোধে বিকশিত করে এতে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম।

    তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. বিমল জেমস কস্তার সভাপতিত্বে ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডেপুটি ডিরেক্টর , ফিল্ড প্রোগ্রাম অপারেসনস,প্ল্যাইন ল্যান্ড ক্লাস্টার জেনি মিলড্রেড ডি ক্রুজ, তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাককার সিদ্দিক , ৩ নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এরিয়া এর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী, প্রোগ্রাম অফিসার সঞ্জীব গায়েন,জুনিয়র প্রোগ্রাম অফিসার বার্নার্ড কুজোর,ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাজাহান কোবির, ডাঙ্গাপাড়া এস এম সি সভাপতি কামাল উদ্দিন , শিশু ফোরাম সদস্য আসিফা জামান সেমা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ