• সাহিত্যে

    ভারতের আসামে রাষ্ট্রীয় কবি সম্মেলনে যোগ দিচ্ছেন কবি আককাস আলী

      প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২২ , ৪:১৫:৪২ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান-মহাদেবপুর প্রতিনিধিঃ

    নওগাঁর মহাদেবপুর উপজেলার ঈশ্বরপুর গ্রামের সরদার পরিবারের সন্তান, জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্টাতা সভাপতি,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মো.আককাস আলী ভারতের আসামে লিডু রাষ্ট্রীয় কবি সম্মেলনে দুই দিনের সফরে বৃহস্পতিবার রওনা দিয়েছেন। তিনি ১২-১৩ সেপ্টেম্বর রাষ্ট্রীয় কবি সম্মেলনে যুক্ত হয়ে বঙ্গবন্ধুকে নিয়ে লিখা “শ্রেষ্ট বাঙালী” ও “বজ্র কণ্ঠ” কবিতা আবৃতি করবেন।

    এই দু’টি কবিতা কবির “হে স্বাধীনতা” কাব্যগ্রন্থ ও “সেলফি নেতা” কাব্যগ্রন্থ থেকে নেয়া। বিভিন্ন দেশের ৩০ জন কবি বাংলাদের তিন (কবি মো.আককাস আলী,কবি মো.আজিজার রহমান তাজ,কবি মো.আরিফ বিল্লাহ) এই রাষ্ট্রীয় কবি সম্মেলনে যুক্ত হচ্ছেন। কবি মো.আককাস আলী জানান,ভারত সরকারের আমন্ত্রিত অতিথি হয়ে রাষ্ট্রীয় কবি সম্মেলনে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কবি সকলের নিকট দোয়া কামনা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ