• Uncategorized

    নওগাঁয় মহাদেবপুরে মাহমুদ মোরশেদের নেতৃত্বে  ছাত্রলীগের রাজনীতি চাঙ্গা 

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২০ , ৪:৪৩:০৪ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ শহিদুল ইসলাম-রাজশাহী বিভাগীয় প্রধানঃ

    নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ ছাত্রলীগ মহাদেবপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ মোরশেদের নেতৃত্বে পুনরায় ছাত্র রাজনীতির প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। গত ১০ সেপ্টেম্বর আকস্মিক ভাবে দায়িত্ব পান  উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ মোরশেদ।

    দায়িত্ব পাবার পর গত ১৭ দিনে উপজেলার তিনটি ইউনিয়নে ছাত্রলীগের বর্ধিত সভা হয়েছে। বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন সম্মেলন করার চূড়ান্ত তারিখ ঘোষিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ছাত্রনেতারা মাহমুদের কর্মকাণ্ডে ব্যাপক খুশি।

    ইতিমধ্যেই উপজেলার চেরাগপুর, উত্তরগ্রাম ও সফাপুর ইউনিয়নে বর্ধিত সভা শেষ হয়েছে। চেরাগপুর ইউনিয়ন ছাত্রলীগের  বর্ধিত সভায় সভাপতিত্ব করেন  সাকলাইন  তরফদার রকি। সফাপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন  নাসির উদ্দিন। উত্তরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন  মেহেদী হাসান।

    বর্ধিত সভায়  উপস্থিত ছিলেন  চেরাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  শিবনাথ মিশ্র। উত্তরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রনজিত কুন্ডু।  সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  বাবুল মাস্টার।  বর্ধিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি  মাহমুদ  মোরশেদ।

    উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক  মেহেদী হাসান মিঠু, প্রচার সম্পাদক  জাহিদ হাসান, অন্যতম সদস্য  তনু কুমার, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক  আশীষ হোসেন প্রমুখ। আগামী ২ অক্টোবর উত্তরগ্রাম ইউনিয়ন সম্মেলনের মধ্য দিয়ে নতুন করে ছাত্রলীগের কার্যক্রম শুরু হবে। সম্মেলনকে ঘিরে পুরো উপজেলায় উৎসব ও প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

     

     

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ