• সাহিত্যে

    ‘শিক্ষা গুরু বাবু পরেশ চন্দ্র চক্রবর্তী’ কবি-আতিকুল ইসলাম আসিফ

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ১২:৪৫:২৪ প্রিন্ট সংস্করণ

    শিক্ষা গুরু বাবু পরেশ চন্দ্র চক্রবর্তী
    কবি আতিকুল ইসলাম আসিফ

    মুসলিম নহে তিনি নহে হিন্দু
    মানুষের মতো মানুষ তিনি সকলের বন্ধু!
    ভেদাভেদ নেই তিনার কাছে ধর্ম কিংবা জাতি,,,
    ভালোবেসে মানুষের মাঝে দেখিয়েছেন প্রেম-প্রিতী।

    ছাত্র-ছাত্রীদের পড়ানোর সময় করেন ভালো আচরণ,
    তিনার কাছে পেলাম খুঁজে জ্ঞানের জাগরণ!
    শুধু তিনি জ্ঞানী নয় জ্ঞানের অপলক,
    স্যার শুধু বলবো না তাকে আমার অভিভাবক।

    একদিন একটা বললেন কথা ডাক দিয়ে আমার,,,
    সেইদিন থেকে জীবন হইলো পরিবর্তন বিচলিত হলাম না যে আর।
    আমি আনন্দিত, আমি উদ্ভাসিত, স্যার এর সান্নিধ্য পেয়ে,,,
    সহস্র কলম ফুরিয়ে যাবে তার গুন লিখতে গিয়ে।

    পার্থনা করি সারাজীবন ছড়াক জ্ঞানের আলো,,,
    প্রভূ যেন সব সময় রাখেন তাকে ভালো।
    আমার দেখা মানুষদের মধ্যে তিনি ভালো অতী,,,
    তিনি হলেন প্রিয় স্যার বাবু পরেশ চন্দ্র চক্রবর্তী।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ