• Uncategorized

    মহাদেবপুরে আউশ রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষক

      প্রতিনিধি ১৬ জুন ২০২২ , ৯:০৫:১০ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান মহাদেবপুর প্রতিনিধি

    দেশের উত্তরাঞ্চলের শষ্য ও খাদ্য ভান্ডার নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলতি মৌসুমে বৃষ্টি নির্ভর আউশধান রোপনে ব্যস্তসময় পার করছেন কৃষকরা।প্রতিদিন সকালে সৃর্যের আলো ফুটে ওঠার আগেই মাঠে নেমে পরছেন কৃষকরা।বিস্তীর্ণ মাঠ জুরে চলছে চাষাবাদের ধুম।খাদ্য -শস্যের সংকট মোকাবেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় কৃষকরা সংগ্রামে নেমেছে।কৃষকদের মতে,আউশ চাষ বৃষ্টি নির্ভর হওয়ায় সেচ খরচ লাগে না।সার কীটনাশকও খুবই কম প্রয়োগ করতে হয় বলে এ ধান চাষে তুলনামূলক খরচ কম,লাভ বেশি।
    উপজেলার হাসানপুর,জোয়ানপুর,তেলিহারসহ বিভিন্ন এলাকায় মাঠে গিয়ে দেখা যায়,ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা।কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাদেবপুর উপজেলা কার্যলয় সৃএে জানা যায়,এবার উপজেলায় ১৫ হাজার ৬৭০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষমাএা নির্ধারন করা হয়েছে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ