• Uncategorized

    পরের তরে-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৫:৩৭:৩৪ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ-পরের তরে
    লেখকঃ শিহাব আহম্মেদ

    স্বপ্ন ভাঙার গল্পগুলো  আজ
    উঁকি দিয়ে যায় মনের মনিকোঠায়!
    হৃদয়ে জমানো ব্যথাগুলো আজ
    খুনসুঁটি দিয়ে যায় চিত্তের চিলেকোঠায়।

    নিজের স্বার্থের কথা ভেবে ভেবে
    হৃদয়ের হৃদপিণ্ডে আঘাত হানে!
    মরার আগে হাজার বার মরেছি
    ভুল আর অনুশোচনায় দগ্ধ হয়ে।

    স্বার্থের কারণে বলি হলাম হায়!
    শুধু সুখের রাজত্বে হাবুডুবু খেয়ে,
    পরের তরে শুধু এজীবন বিলিয়ে
    ধন্য হওয়া যায় বুঝিনি তো আগে।

    মুহাম্মদ থেকে যত মুসলিম মনিষী
    সুখ কী জিনিস তা অনুভবে খুঁজেনি?
    পরের তরে নিজেকে বিলিয়ে দিয়ে,
    হয়েছেন তাঁরা চির অমর ভূবণময়ে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ