• সাহিত্যে

    “হাতির বিয়ে” সারোয়ার রিয়াদ

      প্রতিনিধি ১০ মার্চ ২০২২ , ৫:০১:২৭ প্রিন্ট সংস্করণ

    হাতির বিয়ে
    মোঃ সারোয়ার রিয়াদ

    তাক ধুমধুম! তাক ধুমধুম! তাক!
    সিংহমামা কাজী সাহেব,
    হাতির বিয়ে ভাই,
    শেয়াল বসে করছে রান্না,
    বেড়াল বলে – কি খাই! কি খাই!

    রান্না হবে বোয়াল মাছ,
    হাতির চাই কলাগাছ,
    সিংহ মামার লাগবে মাংস,
    কচ্ছপ আর ডিমের অংশ।

    শেয়াল এবার করছে কান্না,
    তারও বউ চাই।
    হরিণ, বাঁদর এসে বলল-ওরে পুচকে ভাই,
    কান্না তোমার করবে জয়,
    বাঁচতে শেখো নিজের হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ