• সাহিত্যে

    ‘কপোতাক্ষে স্বপ্নডিঙি’ কলমে-কণিকা মির্জা কণা

      প্রতিনিধি ৯ জুলাই ২০২২ , ৭:৪০:১১ প্রিন্ট সংস্করণ

    কপোতাক্ষে স্বপ্নডিঙি
    কণিকা মির্জা কণা

    সহসা তোমাকে দেখি জীবনের পারে
    অপরূপ মহিমায় আনন্দে, সৌন্দর্যে,
    হৃদয়ের স্তরে স্তরে বিষাদে, আচ্ছাদনে
    প্রশ্নের ঝড় থেমে যায় এক নিমিষে।

    তোমার বহমানতা বিশ্ব আনন্দলোকে
    অভূতপূর্ব আবেগে,চেতনার নতুন সুরে,
    অরণ্যে,নির্ঝরে অবিরত বয়ে চলে-
    পূর্ণচন্দ্রে যে আর কিছুই অপ্রিয় থাকেনা পৃথিবীতে।

    জীবনের ঘূর্ণিপাকে সকল অধ্যায় থামিয়ে
    অপূর্ব কণ্ঠে অকস্মাৎ হাসিতে!
    আঘাত-সংঘাতে থাকো স্পর্শে কম্পনে
    এভাবেই থেকে যাও কপোতাক্ষ,সূর্যের প্রতিকরূপে।

    সীমাবদ্ধতার কারাগার ভেঙ্গে
    আকাঙ্ক্ষায় উদ্ধলিত প্রাণাবেগে,
    অস্তিত্ব, সত্তায় কেবলি বেদনাবেগে
    জীবনের উপান্তে ভেসে বেড়াবে নির্ঝরে।

    দৈবমূহুর্তে দিব্যদৃষ্টির দর্শনে
    তোমার আবির্ভাবে উদ্ভাসিত ধ্বনিতে,
    আলোকিত রজনী কাছে পেতে
    থেকো আঁধারের মুখোমুখি অক্ষয় চন্দ্ররূপে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ