• সাহিত্যে

    ‘জাহাজের অগ্নিকান্ড’ কলমে-মোহাম্মদ আব্দুল্লাহ

      প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২২ , ৯:০১:১১ প্রিন্ট সংস্করণ

    জাহাজের অগ্নিকান্ড
    লেখায়-মোহাম্মদ আব্দুল্লাহ

    জল যাত্রার রোমাঞ্চকর অনুভূতির
    জোগাড় হয়ে চলমান জলযানে,
    শেষ রাত্তির,কালো আধার,
    ক্লান্তি কাতর যাত্রী রা সব
    ঘুমে বিভোর,এমন সময়-

    ভয়াবহ অগ্নি শিখায় আঁচল ছেয়ে
    গতর পুড়ে গন্ধ ছড়ায়,চতুর পাশে
    অনল মাঝেও দুগ্ধ শিশুর প্রান বাঁচাতে
    দগ্ধ মায়ের
    শেষ আকুতি,মরণ টানে
    হার মেনে যায়। অপর পানে-
    অগ্নি তাপের বিস্ফোরণে, ভীত ভুলে
    দুঃসাহসী পঙ্গু পিতা, সাত বছরের
    কন্যা কোলে,ঝাপ দিয়েছে ঠাণ্ডা জলে
    পৌঁছে পাড়ে, জমাট বাধা মৃত শরীর
    আঁকড়ে ধরে, সব হারিয়ে সর্বহারা’র
    হৃদয় ছিড়ে,অঝোর ধারায় কান্না ঝরে।

    সেদিন সত্যি বলতে কেউ বাঁচে নি,
    হাহাকার,কুয়াশার ঘনত্বকে ভেদ করেনি,
    কারো প্রান গিয়েছে দহন জ্বালায়,
    কেউ ডুবেছে,আধার রাতের জোয়ার স্রোতে
    কেউ জমেছে,ঠান্ডা জলের প্রকট শীতে,
    কেউ বা আবার,বেচে ফিরেও
    মরছে রোজই,স্বজন হারা যন্ত্রনা তে।

    প্রশ্ন আমার-ত্রুটি জেনেও
    কোণ ঠাসিয়ে যাত্রি তুলে,যাত্রা কেন?
    নাবিক কেন মাঝ নদীতে,জাহাজ রেখে
    একলা পালায়?ফুলেট কেন তল কেবিনে
    আটকে রবে? দায় ছিল কার এমন ভুলে?
    ব্যস্থাপনার করুণ দশায়,মরণ যখন হরহামেশাই,বিচার সভায় কবে এদের
    বিচার দেখা যাবে?নিরব জাতির,
    আবার কবে,জাহাজের অগ্নিকান্ডে-
    প্রান হারাতে হবে?

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ