• সাহিত্যে

    “মুক্তিযোদ্ধা” কলমে-প্রণব মন্ডল

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২১ , ৩:৫২:২৮ প্রিন্ট সংস্করণ

    কবিতা: মুক্তিযোদ্ধা
    কলমে-প্রণব মন্ডল

    সে দিন যুদ্ধ আমি করিনি
    দেখেছিলাম রক্তে ভেজা ভূমি
    অস্এ হাতে নিয়েছিলে তুমি,
    অপরাধী হয়েছি আমি
    দেখেছি আমি সেদিন-
    হাজার হাজার মানুষের কান্নার ছবি
    ছেড়ে যাচ্ছে আমাদের মাতৃভূমি
    সেদিন যুদ্ধ আমি করিনি।
    অবাক হয়ে নীরব চোখে-
    দেখেছি তারই ছবি
    অস্এ হাতে পারিনি সেদিন আমি;
    কলম দিয়ে লিখে যাবো
    রক্ত ঝরা দিনের ছবি
    ধন্য হে বীর তুমি,
    তোমাকে জানাই আমার হাজারে প্রণাম
    সেদিন যুদ্ব করেছো তুমি
    অপরাধী হয়েছি আমি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ