• সারাদেশ

    বিসিসি নির্বাচনে হাত পাখার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

      প্রতিনিধি ৮ জুন ২০২৩ , ৮:৩৪:১৪ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মননীত মেয়র পদপ্রার্থী মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

    দফা নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, ‘বরিশাল নগরে দীর্ঘদিনের সীমাহীন অনিয়ম, বহুবিধ দুর্ভোগ, মাত্রাতিরিক্ত দুর্নীতি, স্বজনপ্রীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে অনৈতিক আধিপত্য নগরবাসীকে বিষিয়ে তুলেছে। তাই নগরজীবনে স্বস্তি, শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য আসন্ন সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বরিশাল নগরের ভবিষ্যৎ।’

    আজ ৮ জুন বৃহস্পতিবার দুপুরে নগরের বান্দরোডের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে মুফতি সৈয়দ ফয়জুল করিম তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। ইশতেহারে তিনি গৃহকর (হোল্ডিং ট্যাক্স) ও সব ধরনের লাইসেন্স ফি সহনশীল পর্যায়ে আনার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে হকারদের জন্য স্বতন্ত্র হকার্স মার্কেট নির্মাণ, শহরের সবুজায়ন ও শোভা বর্ধন করতে বিশেষ প্রকল্প, ভোলা থেকে বরিশালে গ্যাস–সংযোগ আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ,

    পথচারীদের জন্য ফুটপাতগুলো প্রশস্ত করা, অসহায়, গরিব ও ছিন্নমূল মানুষের জন্য বিনা মূল্য চিকিৎসার ব্যবস্থা, পায়ে চালিত রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ, নারীদের জন্য পৃথক মার্কেট, অপসংস্কৃতির আগ্রাসন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে ‘সম্প্রীতি পরিষদ’ গঠনের কথা বলেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ