• বরিশাল বিভাগ

    বাকেরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৩

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২২ , ২:৩৪:৪৬ প্রিন্ট সংস্করণ

    বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

    বরিশালের বাকেরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল (৪৪), যুগ্ম-আহবায়ক রায়হান হোসেন (৩২) ও গারুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান টিটু।

    অপরদিকে পৌরসভার টিএন্ডটি সড়কে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৮.৩০ মিনিটে বিকট শব্দে একটি ককটেল বোমা বিস্ফোরণ হয়। ককটেল বোমা বিস্ফোরণ ঘটনায় থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে টিএন্ডটি সড়কে গিয়ে পুলিশ বিস্ফোরিত ককটেল বোমার আলামত উদ্ধার করে। ককটেল বিস্ফোরণের ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।

    এছাড়াও অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে বৃহস্পতিবার থেকে সারা দেশে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে বাকেরগঞ্জ থানা পুলিশ রাত সাড়ে ৮ টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

    উপজেলা বিএনপির আহবায়ক হারুন-অর-রশিদ সিকদার সাংবাদিকদের জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিএনপির মহাসমাবেশ। সরকার বিএনপির সমাবেশকে বানচাল করতে পুলিশ বাকেরগঞ্জ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তিনি তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ