• বরিশাল বিভাগ

    পটুয়াখালীতে ল কলেজের বরিশালে স্থানান্তর প্রতিবাদে মানববন্ধন

      প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২২ , ২:১৫:১৮ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধি:

    পটুয়াখালী জেলা আইন কলেজের শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র জেলা শহর থেকে বরিশাল বিভাগে স্থানান্তরর করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে আইন কলেজের শিক্ষার্থীরা। অদ্য মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১.০০ টার সময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরে জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা এতদিন পটুয়াখালী জেলায় অনুষ্ঠিত হলেও সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগীয় শহরে পরীক্ষাকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেন। এতে করে জেলা শহরের শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

    উক্ত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি অলিউজ্জামান রাসেল, সহ সভাপতি আল আমিন সিকদার, সাইদির রহমান সাইদি, সুজয় সাহা, সাধারণ সম্পাদক রাসেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার দোলা, নন্দিতা পাল তন্নী সহ শতাধিক ছাত্রছাত্রী এসময় উপস্থিত হয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নেন তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ