• সারাদেশ

    কলাগাছিয়ায় চেয়ারম্যান মাঈনুল সিকদারের নির্দেশে,জিয়া চৌধুরীর বাড়ী গাড়ী ভাংচুর

      প্রতিনিধি ১ জুলাই ২০২৩ , ৮:৫৬:২৮ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাসিন্দা মরহুম সেকান্দর আলী চৌধুরীর ছেলে মো জিয়া চৌধুরী ঈদঁকে সামনে রেখে তার নিজ গ্রামের বাড়িতে আসেন ঢাকা থেকে। এসময় তিনি বলেন আমার এক পরিচিতর বাড়িতে দাওয়াত খেয়ে আসার সময় চেয়ারম্যানের লোকজন আমাদের সাথে খারাপ ব্যবহার করেন। এরপরে আমি যখন বাড়িতে আসি তার কোন কিছু বুঝে ওঠার আগেই আমার বাড়িতে বর্তমান চেয়ারম্যান তার দলবল নিয়ে হামলা করে এতে আমার বড় ছেলে এবং বড় ছেলের বউ আতঙ্কিত হয়ে পড়ে এবং আমার ছোট ছেলে আহত হয়।

    দেশীয় অস্ত্র নিয়ে তারা আমার বাড়ির চারপাশে ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে ৬ জন আহত হয়। আহতরা গলাচিপা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং আমার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেন চেয়ারম্যানের ছেলে সোহান সিকদার নিজে। এ বিষয়টি নিস্তিত করতে কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল সিকদারের মুঠো ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। তাই এবিষয় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    এ ব্যপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ জানায়নি তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিদর্শন করা হয়েছে সেখানে আমাদের পুলিশ মোতায়ন করা হয়েছে এছাড়াও পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে ভুক্তভোগীর অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ