• রংপুর বিভাগ

    সুন্দরগঞ্জে জন্ম সনদে অনিয়মের অভিযোগ

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২২ , ৯:৩৯:১৩ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ

    জন্মসনদ নিতে গুনতে হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা, টাকা দিয়েও পাচ্ছেনা জন্মসনদ, আবার টাকা দিয়েও ঘুরছেন ১৫/২০ দিন পযন্ত। এই যদি হয় ইউনিয়ন পরিষদের অবস্থা তাহলে সাধারণ জনগণের যাবে কোথায়। এমন অভিযোগ পেয়ে সংবাদকর্মী ঘটনা স্থানে উপস্থিত হলে, এমন ঘটনার দেখা মিল্য গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ চক্তরে খোপ প্রকাশ করেন বেশ কিছু ভুক্তভোগী। এসময় স্থানীয় মাসুদ মিয়া বলেন, আমার দুই ছেলে ও মেয়ের জন্মসনদ নিতে এসেছিলাম, আমার কাছে ৩০০ টাকা নিয়ে ১৫ দিন পর পরিষদে আসতে বলেন।

    আমাদের ছেলে মেয়ের লেখাপড়া করার জন্য স্কুলে ভর্তির জন্য জন্মসনদ নিতে হচ্ছে কিন্তু ১৫ দিন পার দিলে আমি সন্তানদের ভর্তি করতে পারবো না আমার সন্তানদের আরো ১ বছর সময় পিছিয়ে যাবে। আরো কয়েকজনের কাছ থেকে একেই অভিযোগ আসে, স্থানীয়দের দাবী নব-নির্বাচাত চেয়ারম্যান মিজানুর রহমান খোকন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নে বিভিন্ন জায়গা একের পর এক বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটাচ্ছে স্থানীয়দের দাবী উপজেলা পোশাসনে দিষ্টি কমনা করেন। এবিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম মিজানুর রহমান খোকন এর সঙ্গে কথা হলে তিনি বলেন, জন্মসনদ গ্রহনে অতিরিক্ত টাকা, ১৫ দিন সময় নেয়ার কথা, অশিকার করেন, এবং জন্মসনদে সরকারি ভাবে ৫০ টাকা অনলাইন ফ্রি ৫০ টাকা এবং প্রতিজনের বাড়ীর টেক্স ১০০ টাকা করে গ্রহন করা হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ