• Uncategorized

    মতলব উত্তরে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস গার্ডেন ও রোজ গার্ডেনের কম্বল বিতরণ

      প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২১ , ৩:০৮:৩৫ প্রিন্ট সংস্করণ

    মতলব উত্তরে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস গার্ডেন ও রোজ গার্ডেনের কম্বল বিতরণ

    মতলব উত্তরে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস গার্ডেন ও লায়ন্স ক্লাব অব রোজ গার্ডেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে ৷

    ২৪ জানুয়াৱী রোব্বার সকালে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মহসিন ইমাম চৌধুরীর বাড়ীতে শীতার্ত ১ হাজার ৪ শত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয় ৷

    কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা গভর্নর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ, পিএমজে এফ,লায়ন কামরুন নাহার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য প্রাক্তন জেলা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ,লায়ন মোহাম্মদ ফখরুদিন , ১ম ভাইস জেলা গভর্নর লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ, এমজে এফ,লায়ন জালাল আহমেদ,২য় ভাইস জেলা গভর্নর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ, প্রকৌশলী আব্দুল ওহাব,
    আরোও উপস্থিত ছিলেন, লায়ন মহসিন ইমাম চৌধুরী , ঢাকা ওয়েসিস লায়ন্স ক্লাবের সহ- সভাপতি ইকবাল হোসেন জুয়েল,সাবেক ছাত্র নেতা হারুন অর ৱশিদ প্রমুখ ৷

    কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সব সময় মনে করেন দেশের মানুষ অবহেলিত থাকে তাহলে অনেক ক্ষেত্রে উন্নয়ন বাধাগ্রস্থ হয়ে পড়ে তাই শীতের প্রকট দেখা দেয়ার সাথে সাথে দেশের বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে শুরু প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা অসহায় দুস্থ মানুষের জন্য শীতবস্ত্র পৌছে দিতে শুরু করেছে। জননেত্রী শেখ হাসিনা নিজের শান্তির কথা ভাবেন না তিনি দেশের মানুষকে ক্ষুদা দারিদ্র মুক্ত করার জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন।
    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের পাশাপাশি আমরাও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণে অংশ নিয়েছি আমাদের এ কার্যক্রম আগামীতেও চলমান থাকবে ইনশাআল্লাহ ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ