• রংপুর বিভাগ

    সৈয়দপুরে ৪টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

      প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২২ , ৪:৩৮:৪৩ প্রিন্ট সংস্করণ

    নীলফামারী প্রতিনিধি:

    নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুশরত ধুলিয়ায় জেলা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪টি অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং চার টি ইটভাটা স্কেভেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয়। সোমবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে সৈয়দপুর উপজেলার মাহি ব্রিকস, এমবিসি ব্রিকস, টিবিএল ব্রিকস, এমবি ব্রিকস এই চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনার সময় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং চারটি ইটভাটা স্কেভেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয়। এছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদেরকে সতর্ক করা হয়।

    অভিযানে নেতৃত্ব প্রদান করেন নীলফামারী জেলার প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন । এসময় পুলিশ বিভাগের নীলফামারী ও সৈয়দপুর থানা পুলিশের একদল সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানায়, পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদেরকে সতর্ক করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ