• সাহিত্যে

    ‘বোকা বাঙালি’ কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২২ , ৬:৩১:১০ প্রিন্ট সংস্করণ

    বোকা বাঙালি
    কবি-শিহাব আহম্মেদ

    আমি আলো আধাঁরে মিশানো অভিশপ্ত
    আমি বাস্তবের আঘাতে ক্ষত-বিক্ষত যন্ত্র !
    আমি প্রিয়ার ঘৃনায় সিক্ত রিক্তহস্ত পুরুষ
    চেয়েছিলাম সকলকে কলিজায় বাঁধতে!

    আমি নগন্য কোন ব্যক্তিত্বহীন প্রান-পুরুষ
    হেঁসে হেঁসে খলখলিয়ে সবারে কাছে ডাকি!
    সবাই আমায় দূর্বল ভেবে তিরস্কার করে
    তবুও কেনো জানি সবার আপন হতে চাই!

    আমি সবারে ভালোবাসতে ব্যাকুল হই
    আর সবাই কলিজায় আঘাত দিয়ে যায়!
    আমি সবার মঙ্গলের কথা ভেবে পেরেশান
    সবাই আমারে বাঁশ দিতে সদা ফন্দি আঁটে!

    আমি একালের জনৈক বোকা বাঙালি!
    বাঁশ খেতে খেঁতে মানুষের চালাকি বুঝি।
    ছোট্ট এজীবনে বেশি সুখের আশা নাই
    মানুষের সেবায় নিজেকে ব্যস্ত রাখতে চাই!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ