• সাহিত্যে

    “শূন্যতা” কলমে-কানিজ তানজিমা

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২২ , ৬:৪৩:৩১ প্রিন্ট সংস্করণ

    কবিতা: শূন্যতা
    কলমে-কানিজ তানজিমা ববি

    রাতের নিস্তব্ধতা কেটে সোনালী ভোর
    ব্যস্তময় শহরের ব্যাস্ততায়
    রাতের সেই নিস্তব্ধতা ভেঙে যান্ত্রীক গাড়ির ছুটে চলা
    প্রায় অনিদ্রায় কাটানো শান্ত বড়ই শান্ত
    রজনীটাকে প্রচন্ড ভাবে মিস করি।

    আচ্ছা, নিঃসঙ্গতা কি তোমাকেও
    স্পর্শ করে ঠিক আমারি মতো….?

    শব্দহীন শূন্যতায় যখন ছেয়ে থাকে আমার মন
    বিশাল শয়নকক্ষটি যখন আরো বিশাল মনে হয়
    একাকীত্বের মূর্ছনায় ম্রিয়মান হয়ে যায় আমি!
    তখন কি তোমার মনে একটু হলেও উঁকি দেয় আমি….?

    শূন্যতা,কি নিদারুণ শূন্যতায় ছেয়ে থাকে মন
    পাবো কি কোনোকালে তোমার আলিঙ্গন!
    বুকের ভেতর মোচড় দিয়ে যায় বড় যত্নে লালিত কষ্ট
    যেখানে ভেসে উঠে সহসা মুখটি তোমার!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ