• সাহিত্যে

    ‘বসন্ত’ কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২২ , ৮:২৫:৪৫ প্রিন্ট সংস্করণ

    কবিতা: বসন্ত
    কবি-শিহাব আহম্মেদ

    কে তুমি এলে, কে তুমি এলে,
    ফুলে ফুলে মৃদু তাল,
    বাতাসে বহে সুগন্ধি তোমার
    পত্র পল্লবে মর্মর ধনী।
    হে চির বসন্ত আমার ,
    একি তোমার আগমনী।

    হৃদয়ে আজ তোমার প্রেম,
    অনুভবে বড় উত্তাল।
    আকাশে বহে বাণী,
    হে চির যৌবনা আমার,
    একি তোমার আগমনী।

    ওই পাহাড়, ওই সাগর,
    অস্তগামী গোধূলি লগ্ন,
    কে তুমি এলে, কে তুমি এলে,
    পাখিরা ফুলে ফুলে মগ্ন,

    কাঠালি চাঁপা, শিমুল, বকুল,
    শিউলী, কামিনী,
    বাতাসে বহে সুগন্ধী তোমার,
    হে চির বসন্ত আমার
    একি তোমার আগমনী।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ