• Uncategorized

    “মা বিহীন কষ্ট” কলমে-লেখক শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৯ মে ২০২১ , ৩:০০:১২ প্রিন্ট সংস্করণ

    কবিতা-মা বিহীন কষ্ট
    কলমে-শিহাব আহম্মেদ

     

    মাগো আমি কোথায় গেলে পাবো মা তোমায়
    আজ বড় ক্লান্ত আমি জীবনের বড় পরাজয়!
    কতো না সুখে ছিলাম আমি যখন ছিলে তুমি
    আমি যে আজ বড় কান্ত এক পথের পথিক।

    দুঃখ কষ্টের জীবনে আমি যে বড়ই অসহায়
    কাকে বলবো জীবনের কথা আমি বড় অসহায়
    তুমি ছাড়া এই পৃথিবীর যে আমার ধুধু মরুভূমি
    এ দুনিয়ায় সবই পর শুধু মাগো তুমি বিহীন।

    কতো হয় দেখি না মাগো তোমার ঐই মুখ খানি
    মনের কষ্টগুলো রেখেছি আমি কতোই যতনে!

    জীবনটা কি বুঝতাম না আমি যখন ছিলে তুমি
    এই দুঃখ ভরা জীবনের পেয়েছি হাজার ব্যাথা।

    জীবনের মানেও বুঝি আজ জীবন মানে কি
    কতো কষ্টে থাকি গো মা দেখে না তো আমার!
    তুমি কেনো চলে গেলে আমাকে চিরতরে করে
    হাজারও স্মৃতিকথা পড়ে মনে হয় ভিষন্নতা।

    আমিও চলে যাবো এপার থেকে দূর বহু দূরে
    কষ্টগুলো শুধু যে আমাকে করে তাল বাহানা!
    স্মৃতি কষ্ট নিয়ে থাকবো না চলে যাবো গো মা
    কতো গো দুঃখ কষ্টের জীবন যে আজ আমার।

    মা গো তোমার ছেলে যে আজ বড্ডই অসহায়
    শুধু হলো আমার জীবন আজ বড় এলোমেলো
    এপারে যে নেই কেহ চলে যাবো ত্রিভূবণ ছেড়ে
    আমি হতে চাই নি কখনো কারো দুঃখের কারণ

    থাকবো না হয় আর বেশি দিন এই ত্রিভূবণে
    তারাতারিই আসবো গো মা দেখা দিতে তোমায়
    শুধু রবে পাষাণ মানুষ গুলো দেখবে না আমার
    আমি নাকি খুব খারাপ দেয় সবাই সেই পরিচয়

    অজস্র কষ্ট ঝড়ে আমার বুকের আঙিনায় মা
    আমি তোমার সেই ছোট্ট ছেলে বড়ই অসহায়!
    কতোদিন গতহলো তুমি গেলে ছেড়ে আমায়
    চোখের জল আজ আমার আপন অন্য কেহ নয়

    আমি যে আজ বড়ই সর্বহারা শুধু মা তুমি ছাড়া
    হাজারও ছিলো স্বপ্ন মনে ছিলো কতো অাশা!
    তুমি তো মা সুখেই অাছো ঐই মাটির বিছানায়
    আমি তো নেই মাগো সুখে আছি বড় দুঃখে মাঝে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ