• সাহিত্যে

    প্রিয়ার প্রস্থান “ব্যাচেলর বলে”

      প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২১ , ৭:৪৮:৩২ প্রিন্ট সংস্করণ

    প্রিয়ার প্রস্থান “ব্যাচেলর বলে”

    মোঃ মোস্তাফিজুর রহমান:

    নিঝুম রাতের তারার মেলায় মনে পরে তোমাকে ওগো প্রিয়তমা,

    জুঁই চামিলীর সৌরভ ছড়ানো ঘ্রাণে তোমাকেই খুজে ফিরি ওগো প্রিয়তমা।

    হৃদয় নীড়ে নেই উজ্জ্বল আলোকচ্ছটা, উত্তেজনা, শব্দ; কিবা আনন্দ ।

    জোৎস্নাকে জানিয়ে বিদায় এ হৃদয় আজ বড় নির্বাক স্তব্ধ।

    ভালোবাসা মানে কি তবে এক সহস্র কষ্ট বুকে আগলে রাখা?

    আচ্ছা ভালোবাসা মানে কি তবে প্রিয়তমাকেই হারিয়ে ফেলা?

    প্রশ্ন জাগে মনে, এমন যদি হয় তবে লোকে ভালো কেন বাসে!

    কেনই বা হৃদয় ছুয়ে বার বার কাছে আসে?

    উত্তর মেলেনি আজও।

    আমি ব্যাচেলর বলে আপন করে পাওয়া হলো না তোমাকে,

    আচ্ছা ভালোবাসা কি তবে চাকরির কাঙ্গালিনী!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ