• সাহিত্যে

    “২১ শের দিন” কলমে-ওয়ালিদ হাসান আরমান

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ৬:১৩:৫৫ প্রিন্ট সংস্করণ

    ‘২১ শের দিন”
    কলমে-ওয়ালিদ হাসান আরমান

    শহরের রাজপথে সেদিন মিছিল ছিল,
    আর সেই মিছিলে আমার ভাইকে প্রাণ দিতে হলো।

    মায়ের দু’চোখ থেকে জল গড়িয়ে পরছে রমনার পথে,
    সেদিন দামাল ছেলের বুকের রক্তে শহরের মাটি ভিজতে থাকে।

    আমি কি করে ভুলবো ওদের যাদের প্রাণ গেল রমনার রোদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার তলায়,
    কেউ কি জানতো মাতৃভাষার জন্য তার জীবন যাবে এই অবেলায়।

    উত্তাল রাজপথ নিমিষেই শূণ্য,
    আর ওদিকে বীরের মা চিৎকার করে কাঁদছে ছেলের জন্য।

    শহরে সেদিন ছিল ১৪৪ ধারা জারি,
    চারপাশ থেকে ভেসে আসছে স্বজনের আহাজারি।

    ওদের বুকের তাজা রক্তে কালো পিচঢালা পথ সেদিন হয়েছিল রঞ্জিত,
    সেই বায়ান্নোর একুশ থেকেই আমার কাছে আমার মাতৃভাষা যেন অমৃত।

    মোঃওয়ালিদ হাসান আরমান
    বাঙলা কলেজ,ঢাকা
    পলাশবাড়ী,গাইবান্ধা

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ