• Uncategorized

    আগুন ঝরা মার্চ-লেখকঃ শিহাব আহম্মেদ 

      প্রতিনিধি ১৬ মার্চ ২০২১ , ৫:৩০:০০ প্রিন্ট সংস্করণ

    আগুন ঝরা মার্চ  

    লেখক-শিহাব আহম্মেদ 

    বছর ঘুরে এলো ফিরে আবার মার্চ মাস

    পুত্রহারা হাজার মায়ের পড়ে দীর্ঘশ্বাস।

    আমরা সবে মনের সুখে স্বাধীনতার গান গাই

    বীর যোদ্ধাদের ফুল দিয়ে তাই পরাণটা জুড়াই।

    একাত্তরে এ মাস ছিলো রক্তে আগুন ঝরা মাস

    জয় বাংলা স্লোগান তুলে চাষী করতো মাঠে চাষ।

    বীর বাঙ্গালীর একটি দাবী স্বাধীনতা চাই

    স্বাধীনতা ছাড়া জাতির কোন উপায় নাই।

    সাতই মার্চে রেস কোর্সে বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বান

    স্বাধীনতার পথে যুবক যত হও দেখি আগুয়ান।

    প্রস্তুতি নাও অস্ত্র ধরো, সময় এসেছে এবার

    সময় এসেছে এ দেশ থেকে শত্রু তাড়িয়ে দেবার।

     

    আমি যদি না ও থাকি, ধরিও তোমরা হাল

    বিজয়ী এ নৌকায় সবাই উড়িয়ে দিবে পাল।

    দিচ্ছি যখন রক্ত আমরা, প্রয়োজনে আরো দিবো

    স্বাধীনতার সূর্যকে এবার ছিনিয়ে মোরা আনবো।

    যেই না শুনা আদেশ নেতার লেগে গেলো সবাই

    আমরা এবার দেশ থেকে শত্রু দেবো তাড়াই।

    গ্রামে গ্রামে নিলো সবাই শপৎ বজ্র কঠিন

    স্বাধীন হবো এবার আমরা থাকবোনা পরাধীন।

     

    স্বাধীনতার ঘোষনা এলো পঁচিশে মার্চ শেষ রাতে

    বঙ্গবন্ধু গ্রেফতার হলেন ছাব্বিশে মার্চ প্রাতে

    লাগলো যুদ্ধ সারা দেশে পাক সেনাদের হঠাও

    সব শত্রুদের ধরে ধরে রাওয়ালপিন্ডি পাঠাও।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ