• সাহিত্যে

    “একটা মন চাই” কলমে-ছাব্বির খাঁন

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২২ , ৬:৫৪:০৭ প্রিন্ট সংস্করণ

    কবিতা: একটা মন চাই
    কলমে-ছাব্বির খাঁন

    একটা মন চাই তুমি কি বোঝ,
    কেনো আমার মন
    আজ হচ্ছে উদাস এত?
    চারদিকে নিরাবতা
    আকাশগুলো মেঘে ঢাকা,
    হচ্ছে জড়ীভূত।

    একটা মন চাই তুমি কি জানো?
    হাত দুটি শক্ত করে ধরে
    ভালোবাসি বলবো।
    একটা মন চাই মন
    যে মন পেতে আমি উন্মাদ হবো,
    মাতাল হয়ে রাস্তায় ঘুরবো।

    তবুও একটা মন চাই,
    একটা শুদ্ধ মন।
    মনের বিনিময়ে তুমুল উচ্ছ্বাসে
    উত্তপ্ত সূর্র্যটাও এনে দিব তোমার হাতে।
    শুধু একটা মন চাই মন,
    এক নিমিষেই ফানুস হবো,
    উড়ালচণ্ডী মেঘ হবো ধ্বংস করবো, বিস্ফারণ ঘটাবো তুমুল গতিতে।

    একটা মন চাই সুন্দর একটা মন,
    যে মন না পাইলে ধরাবো আগুন
    বন জঙ্গল পুড়ে দিব সব শেষ করে।
    জলোচ্ছ্বাস হবে, ভূমিকম্প হবে রাজপ্রাসাদে ধরবে ফাটল কম্পনে।
    বজ্রপাত হবে বোমা ফাটবে, বুলেটের আঘাতে ঘটাবো বিজলির মত ঝঙ্কার।
    চারদিকে মানুষ মরবে, বিষবাষ্প দেখা যাবে বিশ্বজুড়ে দাঙ্গাফ্যাসাদ তৈরী করে দিব পাড়ি আগ্নেয়গিরি মারিয়ে সাগর মহাসাগরে।

    শুধু একটা মন চাই মন যে মন না
    পাইলে উতপ্ত হৃদয় শীতল হবে,
    হয়ে যাব পাগল অবশেষে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ