• সাহিত্যে

    “নিয়তির ফাঁদ” সাদিয়া কবির হিমু

      প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২২ , ১:০৮:৪৪ প্রিন্ট সংস্করণ

    নিয়তির ফাঁদ
    সাদিয়া কবির হিমু

    সহস্র সন্দেহের চোরাগলিতে যখন হই দিকভ্রান্ত,
    নতুন পথ খুঁজতে খুঁজতে হৃদয় অবিশ্রান্ত।
    তখন হয়তো জানালার কপাট মেললে ছুঁয়ে যায় পূবালী বাতাস,
    প্রত্যাখ্যাত কৈফিয়তে মিশে থাকে গভীর দীর্ঘশ্বাস।
    গোধূলির শেষ রক্তিম আভায় আমন্ত্রণ জানায় বিস্মৃতিদের,
    জীবনের অধ্যায়ে দৃশ্য পাল্টানো দেখতে দেখতে ক্লান্ত ঢের।
    স্মৃতির জানালা যদি খুলে কপাট লাগাবো ফের।

    ফিরে ফিরে আসে যদি পাতাঝরা দিন,
    কেউ বা হারায় পরিহাসে ভাবলেশহীন।
    মিছেমিছি হাসিকান্নায় মিছেমিছি জীবন বৃত্তান্ত,
    বিবেকের কাছে না হেরেও মস্তিষ্ক বিভ্রান্ত।

    কলম ফুরোয় ,কালি থাকে অর্ধেক
    নীরবতার ভাষাগুলো কাঁপিয়ে তোলে ভাবাবেগ।
    জীবনের যত হিসেব নিকেশ চুকে গেছে সেই কবে!
    নিয়তির ফাঁদে ঝুলে থাকা মানুষ কাঁদে নিঃশব্দে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ