• সাহিত্যে

    “নিষ্ঠুর তুমি” কলমে-প্রণব মন্ডল

      প্রতিনিধি ২৪ মার্চ ২০২২ , ২:২২:২৩ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ নিষ্ঠুর তুমি
    কলমে-প্রণব মন্ডল

    ভালোবেসে পেলাম না সুখ শুধুই পেলাম বেদনা,
    তোমায় ভালোবেসে হারলাম আমার মনের ঠিকানা।
    কষ্টের বোঝা সাথে নিয়ে একলা ঘুরি পথে পথে,
    ইচ্ছা ছিলো তোমায় রাখবো সর্বদা আমার সাথে ।
    বাঁধন ছিড়ে চলে গেলে এখন থাকবে তুমি বহুদূর ,
    তোমায় পেলাম না এই জীবনে তুমি বড়ই নিষ্ঠুর।
    কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে করলে সব কিছু শেষ ,
    সব কিছুই ভূলে গিয়ে তুমি থাকবে আনন্দে বেশ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ