• সাহিত্যে

    শত্রু আকাশ কলমে-প্রণব মন্ডল

      প্রতিনিধি ১০ মে ২০২২ , ১০:৫৮:৪৭ প্রিন্ট সংস্করণ

    কবিতা: শত্রু আকাশ
    কলমে-প্রণব মন্ডল

    আমি নিজেই নিজের বড় শত্রু, দূষব আমি কাকে।
    আমি বড্ড ভূল করেছি, নিজেকে না ভালোবেসে।
    দিনের পর দিন পার করেছি, নেইনি নিজের খোঁজ।
    তাইতো এখন কষ্ট পাচ্ছি, সকাল সন্ধ্যা রোজ।
    নিজের ক্ষতি নিজে করেছি, নিজেকে না চিনে।
    তাইতো দেহ, মন সব নষ্ট করেছি,
    অন্যের মঙ্গলে।
    নিজের ভালো চাওয়ার আগে, চেয়েছি অন্যের ভালো।
    এখন দেখছি সেগুলো মোর, ভূল সিদ্ধান্ত ছিলো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ