• সাহিত্যে

    “ক্ষুদ্র আমি” লেখায়-স্নিগ্ধা দেবনাথ

      প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২২ , ৮:৪০:২৭ প্রিন্ট সংস্করণ

    ক্ষুদ্র আমি
    লেখায়-স্নিগ্ধা দেবনাথ

    ক্ষুদ্র আমার এ জীবনে-
    আমি তুচ্ছ এক নারী,
    এত যোগ্য লোকের ভীড়ে
    ব‍্যর্থ সৃষ্টি তারই।

    লক্ষাধিক গুণীর মাঝে-
    আমি নগন‍্য গুণহীন,
    পরিপূর্ণ সবের মাঝে-
    আমি জীর্ণ প্রাণহীন।

    কি জানি তবু কীসের নেশায়-
    তাদের ঘিরেই আমার অবস্থান,
    হয়তো আমিও তাদের মতোই-
    একদিন হতে পারবো মহীয়সী সমান।

    বিশাল এ জগত সেদিন
    চিনবে আমায় এক ডাকে-
    সম্মানে মাথা নোয়াবে সবাই-
    স্বপনে যদিও বা দেখেন আমাকে।

    সেই আশায় বুক বেধে আমি-
    সবার মাঝে মিশে যাই,
    যদি কখনো কোনো একদিন –
    তাদের মনে আমার হয় একটু ঠাঁই।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ