• Uncategorized

    “জীবন” কলমে-শেখ জাহাঙ্গীর আলম

      প্রতিনিধি ২১ মে ২০২১ , ১১:৪৫:১৭ প্রিন্ট সংস্করণ

    কবিতা-জীবন

    কলমে-শেখ জাহাঙ্গীর আলম

    এসেছি ভুবনে শিশু হয়ে খালি হাতে
    যেতে হবে ফিরে তবে সময়ের বিবর্তনে।

    বেড়ে উঠেছি বাবা-মায়ের আদর স্নেহে

    কিশোর অবদি হয়নি বুঝ হৃদয় কমলে।

    যৌবনে পদার্পণে ভাবভরে মাতোয়ারা
    গতিময় ছুটছি রাত্রি-দিনে দিশেহারা।

    ঘুমঘোরে জেগেছি চোখ খোলে দেখি অন্ধকার
    কাঁদছি বিষণ্ণ মুখে কেন ? এত নিয়তির হাহাকার!

    বিচিত্র সব যেন ছলছুতা কর্মচাপে বহিলো মন।
    আনন্দ বুঝি হারালো ভেবে উদাসী হয়লো ঘন

    আচমকা খেলারছলে
    জীবনের গতি চলে,
    এভাবে সাধের সময় আহ্ ফুরলো

    চাকচিক্যময় আলো অবিরাম কোথায় ছুটিলো ?
    জীবনের কুসম-লতা বাতাসে তবে ভাসলো

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ