• সাহিত্যে

    “২১ শে ফেব্রুয়ারি” কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২ , ১:৫৪:২১ প্রিন্ট সংস্করণ

    ২১ শে ফেব্রুয়ারি
    কবি-শিহাব আহম্মেদ

    বাংলা ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ
    শহিদ হয়েছে তারা,অক্ষয় অমর অম্লান,
    ভুলিনি আজো, তাদের রক্ত বৃথা যায় নি
    স্বরণে তব শহীদ মিনা গড়েছি জানি।

    বায়ান্ন সালের একুশের এমন এক দিনে
    সালাম,বরকত,রফিক,জব্বার আরো কত জনে
    মায়ের কোলে শহিদ হয়েছে ভাষার কারণে।
    বিল ঝিল হাওড় নদী কলতানে

    আমাকে বাংলা ভাষায় সুখে দুঃখে ডাকে।
    পাখির গানে ভোরের শিশিরে আকাশের চাঁদ
    রাতের জোনাকী ফুল ফল,খুশি মানে না বাঁধ।
    মায়ের হাসি সবুজ শ্যমলে ফসলের মাঠ
    এই তো আমারই বাংলা ভাষার প্রথম পাঠ।

    ভালোবাসি বাংলা আর ভালোবাসি ভাষা
    রাষ্ট্রভাষা বাংলা ভাষা,মায়েরই ভাষা।
    শোন বিশ্ব, নাই এমন ইতিহাস আর নাই
    কোনো কালে বাংলা ভাষার নাই মৃত্যু নাই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ