• সাহিত্যে

    ‘শুভ্রাংশু’ কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২২ , ৬:২৯:০০ প্রিন্ট সংস্করণ

    শুভ্রাংশু
    কবি-শিহাব আহম্মেদ

    বল কেমন করে ভুলে গেলে?
    সেদিন শরতের জোছনা বিলাশের গল্প,
    পাহাড়ি চূড়ার রঙিন সাজের ধূসর মঞ্চ।

    বল কেমন করে পর হলে?
    যখন হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায়
    কিংবা অনুভূতির শেষ সীমান্তে তুমি ছিলে।

    বল কেমন করে স্বার্থপর হলে?
    যখন তোমাকে খুশি করতে রক্ত ঢেলেছি,
    হৃদপিণ্ডে তোমায় নিয়ে স্বপ্নের ছবি এঁকেছি।

    বল কেমন করে ছলনাখোর হলে?
    যখন ঝিমিয়ে থাকা ব্যস্ত সময়ে তুমি এলে,
    আর তোমাকে সুখে রাখতে স্বপ্ন দেখলাম।

    বল কেমন করে এমন স্থির থাক?
    যখন জানো আমাকে ঠকিয়েছ তুমি যে,
    ইজ্জ্বতের লালবাতি জালিয়েছ চিরকাল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ