• বরিশাল বিভাগ

    বরিশালে সরকারি পানির লাইন বিক্রি,প্রতিবাদে হামলার শিকার শ্রমিকর

      প্রতিনিধি ২ মার্চ ২০২২ , ৮:১৯:৩৬ প্রিন্ট সংস্করণ

    মু. আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশাল সিটি কর্পোরেশনের তত্বাবধানে এলাকাবাসীর সুযোগ সুবিধার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সরকারি নলকূপ।আর একটি ক্ষমতাশালী মহল এলাকা বাসিদের জিম্মি করে অধিক পরিমাণ টাকার বিনিময়ে পার্শবর্তী এলাকায় পানির লাইন দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ৷

    অভিযোগ সূত্রে জানা যায়, শহরের ৬নং ওয়ার্ড এম ই পি সংলগ্ন গলির নাগরিক মোঃ রফিক হাওলাদার,পানির লাইন অবৈধভাবে বিক্রি করার প্রতিবাদ করলে গত (২৮ ফেব্রুয়ারী) সোমবার সন্ধ্যা প্রায় ৭ টার সময় একই এলাকার বাসিন্দা মোঃ সোনাই, আল আমিন, আকবর মিস্ত্রী, আরিফ পিতা ইউসুফ,মাহফুজসহ পায় ১০/১৫ জন মিলে উক্ত এলাকার শ্রমিকদের উপর অন্যায় ভাবে হামলা চালানোর অভিযোগ পাওয়া যায়। এছাড়াও পূর্বের শত্রুতার লেশধরে অনেক সময়, মিথ্যা মামলার, হুমকিসহ বিভিন্ন ধরনের ক্ষয় ক্ষতি ও মৃত্যুর হুমকিসহ বিভিন্ন ধরনের কথা বলেন।

    এসময় তার চিৎকারের আওয়াজ শুনে ঘটনা স্থানে ছুটে আসেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী মোসাঃ রিয়া আক্তার, বাবাকে উদ্ধার করতে এসে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে ইজ্জতহানী ও হামলা শিকার হয়। ঘটনাস্থানে উপস্থিত শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদেরকে হামলার কবল থেকে উদ্ধার করে বরিশাল সরকারি হাসপাতালে ভর্তি করান।

    উক্ত ঘটনা সম্পর্কে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর খান মোহাম্মদ জামালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমাকে ফোন দিয়ে স্থানীয় লোক বিষয়টি অবহিত করেছেন , আমি তাদের সুস্থ হওয়ার পরে, উভয় পক্ষের কথা শুনে দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।উক্ত ঘটনায় ভুক্তভোগীরা দোষীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানান

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ