• সারাদেশ

    বরিশালে শেষ মুহুর্তে চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা

      প্রতিনিধি ১০ জুন ২০২৩ , ৮:০০:৫৫ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা নিজেদের প্রচারের কাজ শেষ বারের মত করে যাচ্ছেন। কেননা আজ রাত ১২ টার পর থেকে প্রচার প্রসার সম্পুর্ন নিষিদ্ধ। তাইতো প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। বিসিসি নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন, তার মধ্যে হাত পাখা আর নৌকার সম্ভাবনা বেশি বলে মনে করেন স্থানীয়রা। অন্যদিকে বি এনপি থেকে আজীবন বহিষ্কার প্রাপ্ত বি এন পি ঘরনার ছেলে কামরুল ইসলাম রুপমের দেয়াল ঘরি আর লাঙ্গলের প্রার্থীরা ভোট পেলেও লড়াই হবে হাত পাখা আর নৌকার মাঝে। এরকমটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

    ভোট যে যাই পাক না কেন শেষ সময় সবাই মাঠে কাজ করে যাচ্ছেন,মেয়র ও কাউন্সিল প্রার্থী সবাই নিজেদের দিকে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। ভোটাররাও বেশ হিসাব কিতাব মিলাচ্ছে। আজ ১০ জুন শনিবার শেষ বিকালে হাত পাখার প্রার্থী মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারম আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে বিশাল শোডাউন করে নিজেদের শক্তির কথা জানান দিয়েছেন। নৌকা, হাত পাখা, লাঙ্গল,ঘরি মার্কা ছাড়া আরও তিন প্রার্থী কাগজে কলমে থাকলে তাদের প্রচার প্রসারনা নজর কারেনি নগরবাসীদের।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ